The Mirrow

ভারত ছাড়ো আন্দোলনে সিলেট-কাছাড়ের যোগদান

Share the Article

সব্যসাচী রায়

আজ ভারত ছাড়ো আন্দোলনের ৮১তম বর্ষপূর্তিতে সর্বস্তরের সকল স্বাধীনতা সেনানীদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করি। সেই সময়ের জাতীয়তাবাদী আন্দোলনের একমাত্র মঞ্চ কংগ্রেস পার্টি আয়োজিত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সর্বশেষ আন্দোলন ছিল এই ভারত ছাড়ো আন্দোলন (কুইট ইন্ডিয়া মুভমেন্ট), যার সূচনা হয় ১৯৪২ সালের ৯ই আগস্ট। এই যুগান্তকারী সংগ্রাম আগস্ট বিপ্লব বা আগস্ট ক্রান্তি রূপেও খ্যাত।

বর্তমান বরাক উপত্যকাও (তৎকালীন সিলেট-সুরমা উপত্যকা ও কাছাড়) এই আন্দোলনে পিছিয়ে ছিল না। আন্দোলনে অংশগ্রহণ করার জন্য উপত্যকার বিশিষ্ট নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল।

সিলেটে এই আন্দোলন একটি ছাত্র ইউনিয়ন দ্বারা শুরু হয়েছিল। সিলেট মুরারি চাঁদ কলেজের কিছু শিক্ষার্থী হোস্টেল ক্যাম্পাসে এই আন্দোলনে জনজাগরণের সূচনা করেছিলেন। সিলেট জেলা কারাগারে প্রায় ৩৮৪ জন ব্যক্তিকে কারাবন্দি করা হয়েছে। সার্বিক নেতৃত্বে মূলত মধ্যবিত্ত বুদ্ধিজীবীরাই ছিলেন। সকল সম্প্রদায় এই মধ্যবিত্ত নেতৃত্বকে সমর্থন করেছিল যার ফলে এই আন্দোলন একটি গণআন্দোলনের রূপ নিয়েছিল। এই আন্দোলনকে গান্ধীজী একটি মুক্ত বিপ্লব হিসাবে ঘোষণা করেছিলেন। গান্ধীজীর স্লোগান ছিল ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ (ডু অর ডাই)।

বরাক উপত্যকায় (কাছাড়ে) এই গণআন্দোলনে অগ্রণীতে ছিলেন অরুণ কুমার চন্দ। অরুণ কুমার চন্দ ১৯৪২ সালের ৯ই আগস্ট কলকাতায় গ্রেপ্তার হন। অরুণ কুমার চন্দকে গ্রেপ্তারের ফলে উপত্যকায় ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

এখানে আরেকজন সত্যগ্রহীর কথা উল্লেখ করতে হয়, তিনি হলেন করুণা চক্রবর্তী। ১৯৩৮ থেকে ১৯৪২ পর্যন্ত এই ব্যাপারে জনমত গঠনে সক্রিয়ভাবে কাজ করেছিলেন তিনি। সেইসঙ্গে উল্লেখ করতে হয় প্রেমেন্দ্র মোহন গোস্বামীর কথা যিনি ১৯৪২ সালে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সেই ভারত ছাড়ো আন্দোলনের আহ্বানে তাঁর মনও উদ্বেলিত হয়েছিল। ১৯৪২ থেকে স্বাধীনতা অবধি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত করেছিলেন তিনি। আরো যারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন তাদের মধ্যে মহীতোষ পুরকায়স্থ, ভূপতি চক্রবর্তী, নবকুমার ভট্টাচার্যর কথা উল্লেখ করতে হয়। নবকুমার ভট্টাচার্য বহু সংস্থার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, ১৯৪২ সালে তিনি করিমগঞ্জের পাবলিক স্কুলের ছাত্র ছিলেন।

আজকের এই মহান দিনে শ্রদ্ধা জানাই স্বাধীনতা আন্দোলনে সামিল হওয়া সকল বীর বিপ্লবীদের।

[তথ্যসূত্রঃ Quit India Movement in Cachar: A Historical Study, Debashish Roy, IOSR Journal of Humanities And Social Science, Volume 24, Issue 3, Ser. 8 (2019) 25-28. ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!