ছোটবেলার পুজো
সুজাতা চৌধুরী আমার জন্ম রামকৃষ্ণনগরে। টিলা, পাহাড়, চা বাগান ঘেরা এক অপূর্ব সুন্দর জনপদ। কিছুটা দূরেই রূপসী শনবিল। আমরা থাকতাম রামকৃষ্ণনগর ব্লকে। শরৎ আসত শিউলির ডালি সাজিয়ে। ভোরবেলা উঠে দাদাদের সাথে ফুল কুড়োতে যেতাম। শিউলি গাছের তলা সাদা ফুলে ছেয়ে থাকত। সাজি ভরে ফুল কুড়িয়ে আনতাম। ব্লকে প্রায় প্রতিটি কোয়ার্টারে শিউলি আর স্থলপদ্মের গাছ ছিল। গোলাপি স্থলপদ্মে ভরে থাকত গাছ। সকালের হালকা গোলাপি …