বিচ্ছিন্ন শারদীয় কথামালা
শিঞ্জিনী সৌহার্দ্য আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এল কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দু-হাত তুলি নাচে। “আসছে বছর আবার হবে” কথাটা ফুরোতে না ফুরোতেই এ বছর মা ফিরে আসছেন। এই একটা বছর কেমন করে কাটলো ঠিক ঠাহর করতে পারলাম না। কিছুটা পাওয়া আর অনেকটা হারানোর মধ্যে দিয়ে যেন ফুড়ুৎ …